চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ একটি বাড়িতে মধ্যরাতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন বাড়ির মালিক।
শনিবার দিবাগত রাত তিনটার দিকে ওই ওয়ার্ডের নাজিমুদ্দিন শরিফের বাড়িতে হত্যার উদ্দেশ্যে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে অভিযোগ এলাকাবাসীর।
ওই এলাকার মৃত আব্দুল মোতালেব শরিফের ছেলে আহত নাজিমুদ্দিন শরিফ জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে অজ্ঞাতনামা মুখোশধারী ৭/৮ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মেইন গেইটের তালা ভেঙে ফেলে।
পরে তারা ঘরের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট শুরু করে। বাধা দিতে গেলে ডাকাতদল আমার হাতের তালু বরাবর এবং বুকের বাম পাশে ধারালো দেশীয় অস্ত্র (রাম দা) দিয়ে আঘাত করে।
পরে ঘরের আলমারি ভেঙে নগদ ৬ পঞ্চান্ন হাজার টাকা, প্রায় ৮ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ৬ ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ ও ৩ টি দামি মোবাইল ফোন নিয়ে যায়।
পরে আশপাশের লোকজন এসে আহত অবস্থায় নাজিমুদ্দিন শরিফকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন সেখানকার চিকিৎসক।
সকালে হামলা ও লুটপাটের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশকে ঘটনাটি অবহিত করেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মো. নুরুল আমিন।
তিনি বলেন, ভিকটিম নাজমুল বর্তমানে নগরীর মির্জাপুল এলাকার ডক্টর হসপিটালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় ডাকাতি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান।
এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাদীদের আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।
জেএন/পিআর