চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পেশাদার ৩ চোরকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে চান্দগাঁও থানার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় রবিবার ভোর থেকে সকাল ৭টার মধ্যে পৃথক অভিযানে এসব চোরদের গ্রেপ্তার করতে সক্ষম হয় টিম চান্দগাঁও।
গ্রেপ্তার তিনজন হলেন—কক্সবাজার জেলার ইদগাঁও থানার শিয়াপাড়া কালিরছড়া গ্রামের মো. ফয়সাল (২০), ভোলা জেলার লালমোহন থানার নাজিরপুর গ্রামের মো. মিরাজ (২০) ও বোয়ালখালী থানার সারোয়াতলী ইউপির খিতাবচর গ্রামের মো. নিশাদ (২২)।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার তিনজনই চুরির মামলার আসামি। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জেএন/পিআর