কিভাবে প্রেম করবো, সব নায়ক তো বিবাহিত: দীঘি

বিনোদন ডেস্ক :

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেম ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন।

- Advertisement -

প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, “প্রেম নিয়ে আপনার ধারণা কী? কাজ করতে গিয়ে কারো প্রেমে পড়েছেন কখনো?”

- Advertisement -google news follower

জবাবে দীঘি একরাশ হাসি নিয়ে বলেন, “প্রেম করবো কিভাবে, সব নায়ক তো বিবাহিত!” তার এমন সোজাসাপটা মন্তব্যে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাঝে হাস্যরসের সৃষ্টি হয়।

তিনি আরও ব্যাখ্যা করে বলেন, “আমি যখনই কোনো সেটে যাই, দেখি বেশিরভাগ নায়কই এনগেজড বা বিবাহিত।

- Advertisement -islamibank

এমনকি ইন-আ-রিলেশনশিপ স্ট্যাটাসে থাকা নায়কদের সাথেই বেশি কাজ হয়েছে। তাই কাজ করতে গিয়ে এমন কিছু অনুভব করার সুযোগই হয়নি।”

দীঘি জানান, “আমি সবসময় নিজের ফোকাস কাজের ওপর রাখি। যাতে কোনো ব্যক্তিগত অনুভূতি সেটে এসে প্রভাব না ফেলে।”

প্রসঙ্গত, প্রার্থনা ফারদিন দীঘি একজন সাবেক শিশু শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে তিনি পুরোদমে নায়িকা হিসেবে কাজ করছেন।

তার অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্বও তাকে নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয় করে তুলেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM