মিরসরাইয়ে প্রবাসীর ঘরে মিললো ৬৯ গোখরার বাচ্চা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার ওমান প্রবাসী দেলোয়ার হোসেন ও আলী হোসেনের বাড়িতে পাওয়া গেছে ৬৯টি গোখরা সাপের বাচ্চা।

- Advertisement -

আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা বন কর্মকর্তা ও স্থানীয়দের সহায়তায় সাপের বাচ্চগুলো উদ্ধার করা হলেও মা সাপটি উদ্ধার করতে না পারায় ওই পরিবারসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

- Advertisement -google news follower

প্রবাসীদের বড় ভাই আলাউদ্দিন বলেন, ‘প্রথমে ভেবেছিলাম বিষহীন কোন সাধারণ সাপ। কিন্তু পরে দেখি এগুলো সব বিষাক্ত গোখরা সাপের বাচ্চা। রাত হলেই পরিবারের সবাই আতঙ্ক থাকি। পরিবারের ছোট ছোট বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তায় থাকি।

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ জানান, উপযুক্ত পরিবেশ পাওয়ার কারণে এখানে সাপের বাচ্চাগুলো জন্ম নিয়েছে। কিন্তু এগুলো বিষধর সাপ, ছোবল দিলেই ঘটতে পারে দুর্ঘটনা।

- Advertisement -islamibank

তাই সাপুড়ে ও বন কর্মকর্তাদের শরণাপন্ন হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ