পটিয়ায় ৫শ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শণ করলেন স্বাস্থ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়া উপজেলার ৭ নং জিরি ইউনিয়নের সাঁইদাইর এলাকায় ৫শ শয্যার হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম।

- Advertisement -

তিনি আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, মীর গ্রুপের চেয়ারম্যান আবদুস সালামকে সাথে নিয়ে হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থানটি ঘুরে দেখেন।

- Advertisement -google news follower

এর আগে, ১৬ মার্চ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন আইডিয়াল হাই স্কুলের পাশে হাসপাতালটি নির্মাণ করার সম্ভাব্য স্থান ঘুরে দেখেন স্বাস্থ্য উপদেষ্টা।

এ সময় তিনি হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা মূল্যায়ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

- Advertisement -islamibank

স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা ও অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ