সন্ত্রাসী’ সাজ্জাদের আরো ২ সহযোগী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের আরো দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

- Advertisement -

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার দুজন হলেন, দুই মামলার আসামি মো. জাহিদুল আলম নয়ন (২৫) ও মো. ফারুক আজম প্রকাশ আকাশ (৩২)। দুজনই সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী বলে জানায় পুলিশ।

বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি ছিনতাই, ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

- Advertisement -islamibank

তারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের অনুসারী বলে জানতে পেরেছি। সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার পর তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

অবশেষে সোর্সের তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় টিম বায়েজিদ। দুজনকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে জানালেন ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ