চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বুধবার। প্রায় সাড়ে ২২ হাজার ডিগ্রিধারী এতে অংশগ্রহণ করবেন।
এবার সমাবর্তন বক্তা হিসেবে থাকছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এছাড়া এদিন চবি থেকে তাকে সম্মানজনক ডক্টর অব লিটারেচার বা ডিলিট ডিগ্রি প্রদান করা হবে।
সমাবর্তনের মূল আয়োজনের জন্য চবির কেন্দ্রীয় খেলার মাঠে ২৫ হাজার মানুষ ধারণ ক্ষমতার বৃহৎ প্যান্ডেল করা হয়েছে। পাশাপাশি পুরো ক্যাম্পাসজুড়েই সাজ সাজ অবস্থা বিরাজ করছে।
সমাবর্তনে অতিথি হিসেবে থাকবেন চার উপদেষ্টা। তারা হলেন- শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক ও বিদ্যুৎ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়া ইউজিসির চেয়ারম্যান এস এম এ ফায়েজ উপস্থিত থাকবেন।
সমাবর্তন উদযাপন কমিটির সদস্য-সচিব ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, শিক্ষার্থীদের সনদ বিভাগগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সব ধরনের প্রস্তুতি একেবারে শেষের দিকে। নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই।
যেসব ডিগ্রিধারীরা পাচ্ছেন সমাবর্তন
২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত পিএইচডি, এমফিল, এমডি, এমএস, এমফিল (চিকিৎসা বিজ্ঞান); ২০১১ থেকে ২০২৩ পর্যন্ত এমএ, এমএসসি, এমএস, এমএসএস, এমবিএ, ইএমবিএ, এলএলএম, এমএস (ফরেস্ট্রি), এমএস ইঞ্জিনিয়ারিং (সকল), এমএড, এমএড (স্পোর্টস সায়েন্স); ২০১৩ থেকে ২০২৩ এমএ (ELT); ২০১১ থেকে ২০২৩ পর্যন্ত বিএ, বিএফএ, বিএসসি, বিএসএস, বিবিএ, এলএলবি, বিএসসি ইঞ্জিনিয়ারিং (সকল), বিএড, বিএড (স্পোর্টস সায়েন্স)।
এছাড়া ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত এমবিবিএস, বিডিএস, বিপিএড; ২০১৪ সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (চিকিৎসা বিজ্ঞান): ডিএলও; ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (চিকিৎসা বিজ্ঞান): ডিসিও, ডিসিএইচ; ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত বিএসসি ইন নার্সিং (সাধারণ/পোস্ট বেসিক/পাবলিক হেলথ নার্সিং), মেডিকেল টেকনোলজি, ফ্যাশন টেকনোলজি এবং ২০১১ থেকে ২০২৩ পর্যন্ত অধিভুক্ত সকল কলেজের সকল ডিগ্রি প্রদান করা হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ২৮ বছর পর ১৯৯৪ সালে প্রথম সমাবর্তন হয়। এরপর ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং ২০১৬ সালের ৩১ জানুয়ারি সর্বশেষ চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়।
জেএন/পিআর