পাঁচলাইশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

গতকাল শনিবার রাতে পাঁচলাইশের এশিয়ান হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তারকৃতরা হলো- মীর মো. হাসান (২৩), নুর মোহাম্মদ কালু প্রকাশ আব্দুল কালু (৩১), মো. সোহেল (২৬), মো. রাজিব হোসেন রাজু (৩০), মোহাম্মদ আলী (৩২) ও মো. রুবেল হোসেন প্রকাশ সামাদ প্রকাশ সামা (২০)।

এদের মধ্যে মীর হাসানের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ৫টি, নুর মোহাম্মদ কালুর বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১২টি, মো. সোহেলের নামে ২টি, রাজিব হোসেন রাজুর বিরুদ্ধে ১টি, মোহাম্মদ আলীর নামে ২টি এবং রুবেলের নামে ১টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

- Advertisement -islamibank

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোপন সোর্সের মাধ্যমে জানতে পারি, এশিয়ান হাউজিং সোসাইটির ৫নং রোডস্থ সোসাইটিতে ডাকাতির উদ্দ্যেশে দেশীয় তৈরি অস্ত্র-সস্ত্র সহ ১০/১১ জন ডাকাত দল অবস্থান করছেন।

এমন খবরে শনিবার রাতেই ওই এলাকার মাঠের পূর্ব পাশে পরিত্যক্ত একটি ঘরে অভিযান চালায় টিম পাঁচলাইশ।

তবে অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলটির চার-পাঁচজন সদস্য পালিয়ে গেলেও চক্রটির ৬ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কাঠের হাতলযুক্ত ছুরি, লোহার কাটার, বাইসাইকেলের চেন, স্টিলের কাটার প্লাস, কাঠের হাতলযুক্ত লোহার হাতুড়ি, স্টিলের ছোট পেপার কাটার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় রাতের আধারে সিএনজি, অটোরিক্সা, রিক্সা ও পায়ে হেটে চলাফেরা করে এবং রেকি করেন।

সুযোগ পেলেই পরস্পরের যোগসাজশে সাধারণ যাত্রী ও পথচারীদের জিম্মি করে তাদের সর্বস্ব লুটে নেয়।

তাছাড়া বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অন্ধাকারাচ্ছন্ন ও নিরিবিলি স্থানে ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় গ্রেপ্তারকৃতরা। গ্রেপ্তার সকলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে জানায় ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ