চেম্বার এমপ্লয়িজ ইউনিয়ন নির্বাচন সম্পন্ন, সভাপতি আইয়ুব-সম্পাদক শফিকুল

অনলাইন ডেস্ক

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’জ এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫-২০২৭ সম্পন্ন হয়েছে।

- Advertisement -

কার্যকরী কমিটির ৫টি পদের বিপরীতে ৫টি মনোনয়নপত্র জমা পড়ে এবং ৫টি মনোনয়নপত্র বৈধ হয়। ৫টি পদেই প্রতিদ্বন্ধী কোন প্রার্থী না থাকায় আগামী দুবছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আইয়ুব খান (আব্বাছ)।

- Advertisement -google news follower

এছাড়া একই কমিটিতে সহ-সভাপতি এস. এম. ওসমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জেবল হোসেন ও অর্থ সম্পাদক মো. জামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

গতকাল রবিবার বিকেলে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার মো. হাবিবুর রহমান। এসময় কমিশনার হিসেবে জোবেদা সুলতানা ও মোহাম্মদ মীর হোসেন উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ