নিখোঁজের দুদিন পর কর্ণফুলী নদীতেই মিলল মল্লিকের লাশ

দেশজুড়ে ডেস্ক :

রাঙামাটির কাপ্তাই-কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নকুল মল্লিক (৫০) নামে এক জেলে দুদিন ধরেই নিখোঁজ ছিলেন।

- Advertisement -

অবশেষে বুধবার (১১ জুন) সকাল পৌনে ১০টার দিকে তার সন্ধান মিলেছে। তবে জীবিত নয়, মৃত লাশ ভেসে উঠেছে কর্ণফুলী নদীতে।

- Advertisement -google news follower

স্থানীয়দের কাছে খবর পেয়ে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কর্ণফুলী নদীর হাশেম খাল মুখ অংশে ছুটে যায় স্বজনরা। পরে মরদেহটি শনাক্ত করে এবং উদ্ধার করে মরদেহটি নিজ বাড়িতে নিয়ে যায়।

নিহত জেলে নকুল মল্লিক কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেপিএম কয়লার ডিপু এলাকার বাসিন্দা।

- Advertisement -islamibank

এর আগে গত সোমবার সন্ধ্যায় নৌকা নিয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় নকুল। এরপর অনেক খুঁজাখুজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

তবে কর্ণফুলী নদীর ডলুছড়ি ঘাট সংলগ্ন এলাকায় তাঁর ব্যবহৃত নৌকাটি পাওয়া যায়। নিখোঁজ হওয়ার দুইদিন পর মল্লিকের লাশ ভেসে উঠে নদীতে।

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য নীলকান্ত মল্লিক জানান, বুধবার সকালে তার লাশটি ভেসে উঠেছে খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। এবং লাশটি শনাক্ত করেছে।

ধারণা করা হচ্ছে তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন। যার ফলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ