চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে চাঁদাবাজি মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুন) রাত পৌনে ১২টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-চান্দগাঁও কুলাপাড়া এলাকার বাসিন্দা ইসমাইলের ছেলে মো. নয়ন (৩৫), একই এলাকার খুরশু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (৩২), বায়েজিদ অক্সিজেন কুলগাঁও এলাকার হামিদ হোসেনের ছেলে মো. শাহীন (২১), রাঙ্গুনিয়া আর্দশ গ্রামের মৃত বজল আহম্মদের ছেলে মো. লোকমান (২৮) ও আনোয়ারা উপজেলার বর্তমানে হাটহাজারীর দক্ষিণ বুড়িশ্চর গ্রামের মৃত জতিন্দ্র নাথের ছেলে সনজিত নাথ (৪৯)।
এসব তথ্য নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, থানায় দায়ের হওয়া একটি চাঁদাবাজির মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেএন/পিআর