চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাইফুদ্দিন শিপন হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. ইউসুফ মিয়া ওরফে সাগরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন দুর্গাপুর ইউনিয়নের বাজারসংলগ্ন একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী, ইউসুফ মিয়ার বসতবাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দা-টিতে শুকনো রক্তের দাগও পাওয়া গেছে বলে গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩ জুন বিকেলে সন্দ্বীপ থানার মাইটভাঙ্গা এলাকায় ইমাম উল্যার বাড়ির উত্তর পাশের পাকা রাস্তায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পূর্বপরিকল্পিতভাবে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সন্দ্বীপ উপজেলার মগধরা গ্রামের মৃত আনছারুল হকের ছেলে সাইফুদ্দিন শিপনের দুই হাত বিচ্ছিন্ন করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার ৮ জনের নাম উল্লেখ করে সন্দ্বীপ থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার প্রধান অভিযুক্ত ছিলেন সাগর। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
পরে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় হত্যার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেপ্তারে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম মাঠে নামে।
সবশেষ শনিবার প্রধান আসামি ইউসুফের অবস্থান নিশ্চিত হয়ে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন দুর্গাপুর বাজার সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তাছাড়া শিপন হত্যাকাণ্ডের জড়িত অন্যান্যদেরও শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত আছে।
জেএন/পিআর