বাহরাইনকে ৭ গোলে হারিয়েছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক :

মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে বাহরাইনকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

- Advertisement -

রোববার (২৯ জুন) ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলেছে পিটার বাটলারের দল।

- Advertisement -google news follower

মাত্র ১০ মিনিটেই শামসুন্নাহার জুনিয়রের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ১৫ মিনিটে ঋতুপর্ণা, ৪০ মিনিটে পোহাতি কিসকু ও অতিরিক্ত সময়ে তহুরার জোড়া গোলে বিরতিতে যাওয়ার আগে স্কোর দাঁড়ায় ৫-০।

দ্বিতীয়ার্ধেও দারুণ খেলেছে বাংলার মেয়েরা। ৬০ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোল করেন এবং ৭৫ মিনিটে মুনকি করেন দলের সপ্তম ও শেষ গোল।

- Advertisement -islamibank

উল্লেখযোগ্য বিষয় হলো, র‍্যাংকিংয়ে বাহরাইন বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকলেও মাঠের খেলায় একচেটিয়া আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ