সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে মাউশির নতুন নির্দেশনা

শিক্ষা ডেস্ক :

শিক্ষকসহ সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকা অনুসরণ করতে নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে।

- Advertisement -

২০১৯ সালের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে নির্দেশনায়।

- Advertisement -google news follower

রোববার (২৯ জুন) প্রতিষ্ঠান ও দপ্তর প্রধানদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ রয়েছে।

- Advertisement -islamibank

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এই নির্দেশনা অমান্য করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ। অতএব সংশ্লিষ্ট সবাইকে উক্ত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ এই নির্দেশনার সঙ্গে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ