চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগরের ফুলবাগিচা স্বর্ণের টিলা এলাকায় জলাশয়ে জমে থাকা পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাহেরা বেগম (৩০) নামে এ নারীর মরদেহটি উদ্ধার করে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মীরা।
মৃত তাহেরা বেগম ওই এলাকার নবাব শাহর মেয়ে ও ইসলামপুর মাজার গেইট এলাকার মো. সেকান্দরের স্ত্রী।
এ বিষয়ে নিহতের স্বামী মো. সেকান্দর জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। দক্ষিণ রাজানগর নিজ বাড়িতে থেকে সে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন।
শনিবার দুপুর ১টার দিকে সে বাড়ির পাশের একটি জলাশয়ে পরে তলিয়ে যায়। অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব না হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান জানান, শনিবার বিকেলে ৪টার দিকে মানসিক ভারসাম্যহীন এক নারী জলাশয়ে ডুবে গেছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী।
প্রায় ৪০ মিনিট ধরে চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানান এ কর্মকর্তা।
জেএন/পিআর