চান্দগাঁওয়ে অভিযান: অবৈধভাবে চলা ৭০টি যানবাহন আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় পুলিশের বিশেষ টিম দিনভর অভিযান পরিচালনা করে সড়কে অবৈধভাবে চলা ৭০টি যানবাহন আটকসহ মামলা প্রদান করেছে।

- Advertisement -

পাশাপাশি নগরীর মোহরা এলাকার কাপ্তাই রাস্তার মাথা রেল গেইট হতে মেসকারঘাটা পর্যন্ত এলাকার ফুটপাত দখলে থাকা হকার ও ভ্রাম্যমাণ দোকানসমূহ উচ্ছেদ করা হয়েছে।

- Advertisement -google news follower

আজ শনিবার (১৯ জুলাই) দিনব্যাপী এ অভিযানের নেতৃত্ব দেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ।

জানা যায়, উক্ত রেল গেইট এলাকায় দীর্ঘদিন যাবৎ মেট্রো এলাকায় চলাচলে নিষিদ্ধ সিএনজি রাস্তার উভয় পাশে রেখে বিশৃঙ্খল ভাবে চলাচল করে সড়কে প্রচন্ড যানজট সৃষ্টি করে আসছে।

- Advertisement -islamibank

জরুরী রোগীবাহী এ্যাম্বুলেন্স, সাধারন যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে দীর্ঘসময় উক্ত জায়গায় যানজটে আটকে থাকতে হয়।

সেই সাথে ঐ এলাকায় সাধারণ যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও দুর্ব্যবহার করা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছিলো।

যা বিভিন্ন সিটিজেন ফোরাম, মিটিং ও সিম্পোজিয়ামে উঠে আসছিলো।

এরই প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনা মোতাবেক ট্রাফিক উত্তর বিভাগ কাপ্তাই রাস্তার মাথায় অবৈধ ও রুট পারমিট বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭০টি বিভিন্ন প্রকার যানবাহন আটক ও মামলা প্রদান করা হয়।

পাশাপাশি কালুরঘাটগামী রাস্তার উভয় পাশে ফুটপাথ ও রাস্তা দখল করে থাকা হকার এবং ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়, যাতে পথচারীরা সহজেই ফুটপাথ ব্যবহার করতে পারে।

উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ জানান, এলাকাবাসীর দুর্ভোগ লাঘব এবং স্থানীয় যাত্রী সাধারনের সুবিধার জন্য এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ