মাইজভান্ডার দরবার শরীফের বাথরুম থেকে মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের একটি বাথরুম থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে দরবারে সুইপার কলোনির টয়লেট থেকে মরদেহ উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ।

- Advertisement -google news follower

নিহত যুবকের নাম মো. আরমান (২৪)। সে কুমিল্লার লাকসাম উপজেলার মো. কামালের ছেলে এবং বর্তমানে স্ত্রীকে নিয়ে মাইজভান্ডার এলাকায় একটি ভাড়া বাসা নিয়ে বসবাস করতেন বলে জানা গেছে।

তাকে হত্যা করা হয়েছে দাবি করে এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন নিহতের স্ত্রী জান্নাত। তিনি জানান, আমার স্বামী দরবারের সুইপারের কাজ করতো। গত তিন দিন ধরে সে নিখোঁজ ছিল।

- Advertisement -islamibank

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, স্থানীয় ইউপি সদস্য মো. তৌহিদুল আলমের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা পুলিশের টিম।

পরে স্থানীয়দের সহায়তায় টয়লেটের মধ্যে থেকে কাত হয়ে বসা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

লাশের গলায় কালো দাগ ও মুখমণ্ডলে রক্তের চিহ্ন রয়েছে। সন্দেহজনক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে জানান ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ