জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং কসমোপলিটনের ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে অসীম কুমার দাশ সভাপতি ও প্রকৌশলী এস এম ইশতিয়াক উর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (২১ জানুয়ারি) রাত ৯টায় রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মোহনা হলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং কসমোপলিটনের চেইন হ্যান্ডওভার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। মেয়র তাঁর বক্তব্যে দেশ গঠনের কাজে তরুণ উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন উল্লেখ করে নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্রে তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
নতুন কমিটিকে শুভকামনা জানিয়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তরুণদের। আগামীতে অর্থনীতির ক্ষেত্রে এশিয়ায় দ্বিতীয় স্থানে অবস্থান করবে বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, জেসিআই বাংলাদেশ এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সালেহীন এফ নাহিয়ান, জেসিআই বাংলাদেশ আইপিএনপি-২০১৯ ফায়াজ আতিকুল ইসলাম, নবনির্বাচিত প্রেসিডেন্ট অসীম কুমার দাশ, আইপিএলপি মাশফিক আহমেদ রুশাদ, সেক্রেটারি জেনারেল প্রকৌশলী এস এম ইশতিয়াক উর রহমান, ইভিপি শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, ভাইস প্রেসিডেন্ট জোবায়ের খান, আবু বকর সাহেদ, ট্রেজারার রাজু আহম্মেদ, জিএলসি বোরহান উদ্দিন শাহেদ, পরিচালক মোহাম্মদ সেলিম, সাইফ মারুফ, টিপু সুলতান শিকদার, জাসির চৌধুরী, মো. জালাল হোসেন ও সুলতানা নাহিদ আদিবা।