বিদায় বুলবুল

সুরের মায়া কাটিয়ে চিরবিদায় নিলেন বরেণ্য সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল (ইন্না….রাজেউন)। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর আফতাবনগরের বাসায় তাঁর হার্ট অ্যাটাক হয়। বুলবুলকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -

একুশে পদক পাওয়া এই গানের মানুষটির বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন।

- Advertisement -google news follower

হার্টে ব্লক ধরা পড়ায় গতবছর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তাঁর অস্ত্রোপচার করা হয়। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার দায়িত্ব নেন।

দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনশ’র বেশি চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন তিনি। সব ক’টা জানালা খুলে দাও না, ও মাঝি নাও ছাইড়া দে, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্যর মত দেশাত্মবোধক গানে তাঁর দেওয়া সুর বাংলাদেশের মানুষের বুকে চিরদিন বাজবে।

- Advertisement -islamibank

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM