১০২ জন এসিল্যান্ডকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক

বিভিন্ন জেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকারী ১০২ জন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তারা সবাই ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

- Advertisement -

বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

- Advertisement -google news follower

প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাকে এসিল্যান্ডের দায়িত্ব থেকে সরিয়ে সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারদের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসিল্যান্ডের দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তাদের তুলে আনার সিদ্ধান্ত হয়েছে। সে জন্য ধাপে ধাপে তাদের এসিল্যান্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ