উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পে নজরদারি আরো বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে তিনি একথা বলেন।

- Advertisement -

প্রধানমন্ত্রী বলেন, আমাদের মূল লক্ষ্য চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা। এগুলোর কাজের গতি ধরে রাখতে হবে, মান নিশ্চিত করতে হবে। এজন্য কাজের প্রতি নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।

- Advertisement -google news follower

সরকারের অর্থনৈতিক উন্নয়ন তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য অর্জন করতে হবে। অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে এবং আরও বাড়াতে হবে। এজন্য প্রকল্প বাছাই ও বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে যত্নবান হতে হবে। এভাবেই আমরা উন্নয়নের পথে যাব।

‘উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। উন্নত দেশের কাতারে যেতে হবে। আমরা সে লক্ষ্য পূরণে সক্ষম হব’, যোগ করেন তিনি।

- Advertisement -islamibank

প্রধানমন্ত্রী বলেন, গ্রামের তৃণমূলের প্রতিটি মানুষের জীবনমান ও ভাগ্য যেন উন্নত হয়, তারাও যেন উন্নয়নের সুফল পায়, সেটি আমাদের নিশ্চিত করতে হবে।
শেখ হাসিনা বলেন, সবাই মিলে কাজ করে সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য তিনি সবার সহযোগিতা চান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের এটি প্রথম একনেক বৈঠক। সভায় ৯টি প্রকল্প নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে পরিকল্পনা বিভাগ সূত্র জানিয়েছে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM