চট্টগ্রামে ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জায়েদা আক্তার (২০) নামের এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ বুধবার (২০ আগস্ট) সকালে সাড়ে ৮টার দিকে সিইপিজেডের কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত জায়েদা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চর চাপলী গ্রামের বাসিন্দা। তিনি টেকনিক্যাল অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

ইপিজেড থানার এসআই আরিফুল ইসলাম জানান, জায়েদা একটি রাইড শেয়ারিং মোটর সাইকেলে চড়ে যাচ্ছিলেন। এসময় যানজটের মধ্যেই দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেলটি।

- Advertisement -islamibank

এতে পিছনের সিটে থাকা জায়েদা ছিটকে পড়ে গেলে পিছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হন।

স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের হস্তান্তর করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ