পায়ুপথে ইয়াবা পাচারের চেষ্টা,পৃথক অভিযানে গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক

টেকনাফ থেকে পায়ুপথে ইয়াবা নিয়ে লক্ষ্মীপুরে পাচারের আগেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক টিমের হাতে ধরা পড়েছে তিন মাদক কারবারি।

- Advertisement -

অপরদিকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পায়ুপথে ইয়াবা পাচারের সময় চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

- Advertisement -google news follower

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী থেকে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ তিনজন এবং ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা থেকে ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মাদ শরীফ বলেন, পায়ুপথে ইয়াবা পাচারের সময় সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ আটক তিনজনকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -islamibank

আটকরা হলেন: কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে মো. নুরুল আফছার (২২), একই গ্রামের শাহ আলমের ছেলে মো. আব্দুল্লাহ (২৬) ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে আব্দুস শুকুর (৪০)। ‎তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

এদিকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অভিযান পরিচালনাকারী উপপরিদর্শক (এসআই) নবিউল ইসলাম বলেন, রাণীশংকৈলে ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের আশরাফুল ইসলাম (৩৬), কিসমত পলাশবাড়ী গ্রামের নুরজামাল (২৮), একই গ্রামের রাজিব রানা (২২) এবং দক্ষিণপাড়া গ্রামের মোতালেব হক (২২)।

গ্রেপ্তারকৃতরা কক্সবাজার থেকে পায়ুপথে ইয়াবা সংগ্রহ করে ঠাকুরগাঁও হয়ে বিভিন্ন জেলায় সরবরাহ করার পরিকল্পনা করেছিল। তবে গোয়েন্দা নজরদারির কারণে ধরা পড়ে গেছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ