মাদকপাচারকাণ্ডে জড়িত সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়ায় ফেন্সিডিল পাচারকালে তিনজনকে আটকের ঘটনায় থানার এসআই কামাল হোসেনের নাম উঠে আসায় অবশেষে তাকে প্রত্যাহার করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে থানা থেকে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খাঁন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার চুনতি বাজার এলাকায় ৪৮ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করে সেনাবাহিনীর একটি টিম।

- Advertisement -islamibank

আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদে থানার এসআই কামালের নাম উঠে আসে। পরে তাদের লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়। আটকরা স্থানীয়ভাবে পুলিশের ‘সোর্স’ হিসেবে পরিচিত।

এ ঘটনার পরপরই বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আটক তিনজনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক মো. রবিউল আলম খান বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে থানার এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ