কেপিএমে অবরোধ প্রত্যাহার

নতুন কাঠামোয় বেতন- ভাতা প্রদানের দাবি মেনে নেওয়ায় কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) এর আন্দোলনরত শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেছেন।

- Advertisement -

মঙ্গলবার ( ২২ জানুয়ারি) রাতে কাপ্তাই থানা প্রশাসন, শ্রমিক নেতৃবৃন্দ ও কেপিএম কর্তৃপক্ষ যৌথভাবে এই সিদ্ধান্ত নেয়।

- Advertisement -google news follower

জানা যায়, কেপিএমের এমডি মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত অবরুদ্ধ থাকার পর  বর্তমানে মিলে অর্থ সংকট থাকায় দু’ভাগে নতুন স্কেলে বেতন দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

এসময় কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদ নুর, এমপ্লয়ীজ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব খান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ কয়েকশ’ শ্রমিক উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

উল্লেখ, মঙ্গলবার দুপুর থেকেই মিলের শ্রমিক-কর্মচারী পরিষদ (সিবিএ), নন-সিবিএ ওয়ার্কার্স ইউনিয়ন ও এমপ্লয়ীজ ইউনিয়ন নেতৃবৃন্দ যৌথভাবে এমডি অফিস ঘেরাও করে অবরোধ শুরু করেন। এসময় ৩/৪ শ’ শ্রমিক,কর্মচারী কেপিএম প্রধান অফিসে এমডি ড. এম এম এ কাদেরকে অবরুদ্ধ করে রাখে।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM