কক্সবাজারে গাছে ঝুলে ছিলেন পর্যটক, সৈকতে প্যারাসেলিং বন্ধ

অনলাইন ডেস্ক

কক্সবাজার সমুদ্র সৈকতে রোমাঞ্চকর বিনোদন হিসেবে পরিচিত ‘প্যারাসেলিং’ এখন নিয়ম না মেনে পরিচালিত হওয়ায় পর্যটকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে প্রতিনিয়ত।

- Advertisement -

সম্প্রতি প্যারাসেলিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যটক ঝাউগাছে আটকে দড়িসহ ঝুলে ছিলেন, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।

- Advertisement -google news follower

গত শনিবার দুপুরে কক্সবাজার শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে দরিয়ানগর সংলগ্ন প্রেসিডেন্ট বীচ পয়েন্টে ‘স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস’ পরিচালিত একটি প্যারাসেলিং রাইডে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে গতকাল রবিবার থেকে সৈকতে সব প্যারাসেলিং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

- Advertisement -islamibank

ভাইরাল হওয়া ২ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, লাইফ জ্যাকেট পরিহিত এক পর্যটক প্যারাস্যুটের দড়িসহ ঝাউগাছের ডালে আটকে গেছেন।

বেশ কিছুক্ষণ তিনি নিথর অবস্থায় ঝুলে ছিলেন। নিচে থাকা লোকজন উদ্বিগ্নভাবে তার দিকে তাকিয়ে থাকেন এবং একজন ব্যক্তি গাছে উঠে তাকে উদ্ধারের চেষ্টা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আল আমিন বলেন, ‘তিনি অনেকক্ষণ গাছে ঝুলে ছিলেন। দেখে মনে হচ্ছিলো যেকোনো সময় পড়ে যেতে পারেন। পরে প্যারাসেলিংয়ের লোকজন তাকে নিচে নামিয়ে আনেন। তখন ওই পর্যটক খুব আতঙ্কিত ছিলেন।’

স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস এর ম্যানেজার নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় কেউ আহত হননি। পর্যটক নিয়ম মেনে চলেননি বলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তিনি নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম খান বলেন, পর্যটক সুস্থ আছেন বলে জেনেছি।

তবে এই ঘটনার পর সৈকতের সব প্যারাসেলিং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ