ইয়ে রিস্তা ক্যা কেহলাতা হে খ্যাত হিন্দি সিরিয়ালের অভিনেতা আশীষ কাপুরকে ধর্ষণের অভিযোগে পুনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সংস্থা ANI -এর খবর অনুযায়ী, অভিনেতার বিরুদ্ধে দিল্লির সিভিল লাইনস থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুনের পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর অবশেষে আটক করে অভিনেতাকে।
পুলিশের মতে, অভিযোগকারীনি মহিলার অভিযোগ অনুযায়ী গত আগস্টের দ্বিতীয় সপ্তাহে দিল্লির একটি হাউস পার্টি চলাকালীন অভিনেতা তাঁকে বাথরুমের ভিতরে জোর করে লাঞ্ছিত করেন। ১১ আগস্ট অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ওই মহিলা, যার ওপর ভিত্তি করে অভিনেতার খোঁজ শুরু করে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, ওই মহিলার প্রাথমিক অভিযোগ অনুযায়ী আশীষ ছাড়াও আর বেশ কয়েকজনের নাম উঠে এসেছিল। যদিও পরবর্তীকালে বয়ানের বেশ কিছু অংশ পরিবর্তন করেন তিনি।
প্রাথমিকভাবে অভিযোগ করা হয়েছে, বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় পুরুষের সঙ্গে মিলিত হয়ে ওই মহিলাকে ধর্ষণ করেন অভিনেতা। পরবর্তীকালে সেই বক্তব্য পরিবর্তিত করে শুধু আশীষের বিরুদ্ধেই এই অভিযোগ এনেছেন অভিযোগকারিনী।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলা আরও জানিয়েছেন যে গোটা ঘটনাটি ভিডিয়ো রেকর্ড করা হয়েছিল। যদিও এখনও পর্যন্ত কোনও ভিডিয়ো পায়নি পুলিশ।
ওই মহিলার সঙ্গে আশীষের প্রথম দেখা হয়েছিল ইনস্টাগ্রামে, সেখান থেকেই পরিচয়। পরবর্তীকালে এক বন্ধুর বাড়িতে হওয়া পার্টিতে ওই মহিলাকে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতা। সেখানেই ঘটে এই ঘটনাটি।
আশীষ ছাড়াও আশীষের এক বন্ধু, তাঁর স্ত্রী এবং আরও দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভিযোগকারিনী। মহিলার অভিযোগ অনুযায়ী, অভিনেতা এবং তার বন্ধু তাকে ধর্ষণ করছিলেন এবং ওই মহিলা তাকে জোর করে ধরে রেখেছিলেন।
সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ইতিমধ্যেই দেখা গিয়েছে, আশীষ ও তাঁর বন্ধু এবং বন্ধুর স্ত্রীকে বাথরুমে ঢুকতে।
অনেকক্ষণ তাঁদের না দেখতে পেয়ে যখন সকলে খোঁজাখুঁজি শুরু করে তখনই বাথরুম থেকে উদ্ধার করা হয় তাদের। এরপরেই উপস্থিত সকলের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় অভিনেতার।
জেএন/পিআর