চান্দগাঁও এলাকায় ছিনতাইকৃত সাড়ে ১৪ লাখ টাকাসহ গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ছিনতাইকৃত নগদ ১৪ লাখ ৬১ হাজার ৬৭০ টাকা উদ্ধারের পাশাপাশি ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল ও একটি টিপছোরা উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার জান আলী রেলস্টেশন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ওই এলাকার রফিক স্টোর নামের একটি গোডাউনের সামনে এক ব্যবসায়ীর পথরোধ করে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র।

- Advertisement -islamibank

চক্রটি চাইনিজ কুড়াল ও টিপছোড়া বের করে জানে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ১৯ লাখ ৭৩ হাজার ৪শ টাকা এবং অপর একটি ব্যাগে রাখা ৫৫ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়।

এ বিষয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হলে অভিযানে নামে পুলিশ।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল কবির বলেন, অভিযানে ছিনতাইকৃত ১ লাখ ৪২ হাজার নগদ টাকা, ছিনতাই কাজে ব্যবহার করা একটি চাইনিজ কুড়াল ও একটি টিপছোরা সহ মো. সুমন (৩০) ও মো. আলী (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেয়া তথ্যমতে লক্ষীপুরের চৌধুরীঘাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আরও তিনজন—মো. রাকিব (৩২), মো. ফয়সাল (১৯) ও মোছা: কাজল আক্তার (২১)-কে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১৩ লাখ ১৯ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়।গ্রেফতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন জানালেন ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ