চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ বড়বিল গ্রামে নিজ বসতঘরে মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক হাফেজের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই গ্রামের আব্দুর রাজ্জাক মেম্বার বাড়ীতে ঘটনাটি ঘটে।
নিহত হাফেজের নাম মোহাম্মদ সানাউল্লাহ (২৭)। সে স্থানীয় মাওলানা নুরুল ইসলামের দ্বিতীয় সন্তান ও ভূজপুরের পরিচিত মুখ মাওলানা হাবিবুল্লাহর জামাতা।
বিষয়টি নিশ্চিত করে পার্শ্ববর্তী কৃষক মো. নাজিম উদ্দিন জানান, সকালে মাছ ধরতে গিয়েছিলেন। হাত জাল দিয়ে মাছ ধরে ঘরে ফিরে মোটরের তারের সঙ্গে বিদ্যুতায়িত হন।
ঘটনাস্থল থেকে তিনি সানাউল্লাহকে উদ্ধার করে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বড়বিল ইসলামীয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন জানান, সকালে পুকুর থেকে মাছ ধরার পর গোসলের উদ্দেশ্যে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হন সানাউল্লাহ।
দ্রুত তাকে উদ্ধার করে ভুজপুর সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে আমাদের অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক।
একজন সম্ভাবনাময় তরুণ শিক্ষকের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
জেএন/পিআর