চন্দনাইশে নববিবাহিত তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের চিড়িংঘাটা ৯ নম্বর ওয়ার্ড এলাকার একটি বাড়ি থেকে নববিবাহিত এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দোহাজারী হাসপাতালে পৌছে মরদেহটি উদ্ধার করে চন্দনাইশ থানা পুলিশ।

- Advertisement -google news follower

মৃত ওই নববিবাহিত নারীর নাম সালিমা সুলতানা সাকি। সে ওই এলাকার কামাল উদ্দিনের মেয়ে। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. সাইফুল ইসলাম সাবু পলাতক রয়েছেন। পলাতক সাইফুল একই এলাকার লোকমান গণির ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় সাত–আট মাস আগে প্রেমের সম্পর্ক থেকে সাকি ও সাইফুলের বিয়ে হয়। তবে বিয়ের পরও সাকিকে স্বামীর বাড়িতে তুলে নেয়া হয়নি। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল।

- Advertisement -islamibank

গতকাল শুক্রবার বিকেলে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন সাবু। তবে কিছুক্ষণ অবস্থান করে চলে যাওয়ার পরপরই সাকিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাসপাতালের চিকিৎসক উর্মি চক্রবর্তী বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূ মারা গেছেন।’

চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আত্মহত্যা নাকি হত্যা, সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ