আনোয়ারায় চোরাইকৃত স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আটক ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা থানায় দায়েরকৃত একটি চুরি মামলা তদন্ত করতে গিয়ে সিসি টিভি ফুটেজ দেখে দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে আটক দুজনের হেফাজত থেকে চোরাইকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

- Advertisement -google news follower

আটককৃতরা হলেন-উপজেলার রায়পুর ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ আজিজুর রহমান বাবুল প্রকাশ বাবু (৪১) ও একই ইউনিয়নের দুদু মিয়ার ছেলে মো. শওকত হোসেন (৩১)।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলা নং ০৭(৯) ২৫, ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোডের প্রেক্ষিতে তদন্তকালে সিসি ফুটেজ বিশ্লেষণ করে দুইজনকে শনাক্ত করা হয়।

- Advertisement -islamibank

পরবর্তীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের হেফাজত থেকে বাদীর সনাক্তকৃত ৩.৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে আসামিদের শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা বাদী সনাক্ত করেছেন।

এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে ওসি বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ