চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়া আরো ৩৯ জন আক্রান্ত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে নতুন করে আরও ৩১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত ৩১ জনের মধ্যে ১৫ জন পুরুষ, ১৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

- Advertisement -

এ নিয়ে চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৫১ জনে। এছাড়া মোট মৃত্যু হয়েছে ১৮ জনের। তবে শুক্রবার কারো মৃত্যু হয়নি।

- Advertisement -google news follower

মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে ১ হাজার ১৩২ জন পুরুষ, ৬৫৩ জন নারী ও ৩৬৬ জন শিশু রয়েছে। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ৫ জন নারী এবং ২ জন শিশু রয়েছে।

এদিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে আরো ৮ জন নতুন করে চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছেন।

- Advertisement -islamibank

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮০ জন। এর মধ্যে ১ হাজার ৭৯৪ জন পুরুষ, ১ হাজার ৩৪৫ জন নারী এবং ২৪১ জন শিশু রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ