ওমানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশির যুবক নিহত

অনলাইন ডেস্ক

ওমানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের প্রবাসী জিয়াউদ্দিন মোল্লা (৩৮)।

- Advertisement -

গত ১৫ সেপ্টেম্বর কাজের সময় দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে নিজওয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

- Advertisement -google news follower

নিহত জিয়াউদ্দিন টেকেরঘাট গ্রামের সুরুজ মিয়ার ছেলে। প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে ওমান গিয়েছিলেন তিনি।

দুর্ঘটনার পর থেকে টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান।

- Advertisement -islamibank

জিয়াউদ্দিনের মৃত্যুসংবাদ দেশে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে তার পরিবারে। বাড়িতে স্ত্রী ও পাঁচ বছরের একমাত্র সন্তান ইয়াসিন মোল্লাকে ঘিরে এখন চলছে শোকের মাতম।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র বাংলাদেশ দূতাবাসে জমা দেওয়া হয়েছে।

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, “জিয়াউদ্দিনের মৃত্যুতে গ্রামে শোক নেমে এসেছে।

মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের প্রয়োজনে আমরা সব ধরনের সহযোগিতা করব।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ