নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনা বিষয়ে গঠিত তদন্ত কমিটির সংবাদ সম্মেলন সোমবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায়। এতে বক্তব্য রাখবেন কমিটির সদস্য ও এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশের (এএআইজি-বিডি) প্রধান ক্যাপ্টেন সালাহ্উদ্দিন এম রহমত উল্লাহ।
বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
নেপালের কাঠমান্ডু পোস্টসহ বেশ কিছু গণমাধ্যম দুর্ঘটনায় তদন্ত কমিটির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন করেছে। সেখানে পাইলটের অস্বাভাবিক আচরণসহ বারবার ধূমপানের কথা উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহা-ব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, রিপোর্টগুলো আমরা দেখেছি। এবার আমাদের ব্যাখ্যা জানাব।
প্রসঙ্গত, ইউএস-বাংলা এয়ারলাইনসের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের বিমানটি গত বছরের ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনা তদন্তে নেপাল সরকার ছয় সদস্যের একটি কমিটি গঠন করে। বাংলাদেশ থেকেও তদন্তে যুক্ত হয় ৬ সদস্যের একটি দল।
জয়নিউজ/আরসি