বাড়বকুণ্ডে ট্রেন-ফকলিপ সংঘর্ষ

বাড়বকুণ্ডে এস কে এম জুট মিলস গেট এলাকায় ট্রেনের সঙ্গে ফকলিপের (কারখানার ছোট ক্রেন) সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামমুখী জালালাবাদ এক্সপ্রেস সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অন্তর্গত এস কে এম জুট মিলস এলাকা অতিক্রম করার সময় ফকলিপ এসে পড়লে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

কুমিরা রেলওয়ে স্টেশন মাস্টার আশরাফ আলী জয়নিউজকে জানান, সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এস কে এম জুট মিলস এলাকার জালালাবাদ এক্সপ্রেসের সঙ্গে ফকলিপের সংঘর্ষ হয়। প্রবল ধাক্কায় ফকলিপটি আপলাইন থেকে ডাউনলাইনে চলে গেলে এ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সব ট্রেনের যাত্রা বিলম্বিত হয়।

সীতাকুণ্ড পুলিশ ফাঁড়ির (জিআরপি) ইনচার্জ নুর মোহাম্মদ জয়নিউজকে বলেন, সংঘর্ষের কথা শুনে আমরা সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করি। তবে ঢাকামুখী লাইন বন্ধ থাকলেও চট্টগ্রামমুখী লাইনে ট্রেন চলেছে।

- Advertisement -islamibank

রাত ৮টার আগেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায় বলেও দাবি করেন তিনি।

জয়নিউজ/সেকান্দার/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM