বাঁশখালীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

বাঁশখালীতে পৃথক দুই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় সিএনজিচালিত অটোরিক্সা এবং কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন ও বাঁশখালী পৌরসভার ৬নং ওয়ার্ডে গাছ চাপায় এক শিশু নিহত হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১টায় সড়ক দুর্ঘটনা এবং বিকাল ৫টায় গাছ চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জয়নিউজকে বলেন, স্থানীয় সিএনজি পেট্রোল পাম্পের সামনে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী রহিমা বেগম (৪৮) এবং তাঁর ভাগনি সুমাইয়া আক্তার (১৩) মারা যান। তারা দু’জনই বাহারছড়া ইউনিয়নের বাঁশখালা গ্রামের বাসিন্দা। ওই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

গুরুতর আহত তড়িৎ গুহ (৪৮) ও মোহাম্মদ জামালকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -islamibank

অপরদিকে পৌরসভার ৬নং ওয়ার্ডে বিকাল ৫টার দিকে রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় মো. রাকিব (৪) নামে এক শিশু গাছ চাপা পড়ে মারা যায়। সে সরল ইউনিয়নের মিনজীরিতলা গ্রামের আবুল কালামের পুত্র। খালার বাড়িতে বেড়াতে এসে সে দুর্ঘটনায় পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, নাছির নামে এক ব্যক্তি গাছ কাটার সময় ওপর থেকে ডাল পড়লে রাকিবের মৃত্যু হয়।

জয়নিউজ/উজ্জ্বল/পার্থ নন্দী/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM