আত্মসমর্পণের পর বিএনপির ৫৩ নেতা-কর্মী কারাগারে

কর্ণফুলী থানায় দায়ের হওয়া ১২টি নাশকতার মামলায় বিএনপির ৫৩ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৮ ফেব্রুয়ারি) নেতা-কর্মীরা আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন করেন।

- Advertisement -

মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

- Advertisement -google news follower

কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্ত ৫৩ নেতা-কর্মীর মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আব্বাসসহ বেশ কয়েকজন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা আছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী জয়নিউজকে জানিয়েছেন, কর্ণফুলী থানায় দায়ের হওয়া ১২টি মামলায় বিএনপি নেতা-কর্মীরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

- Advertisement -islamibank

ওই জামিনের মেয়াদ শেষে হাইকোর্টের আদেশ অনুযায়ী তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে ফের জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

জয়নিউজ/রুবেল/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM