‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সৎ, দক্ষ ও দুর্নীতিমুক্ত জনশক্তি গড়ে তুলতে হবে।’
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের প্রথম ফার্মা রিইউনিয়নে এমন মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ও ভাষা শহীদ এবং ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্মরণ করে শুরু হয় অনুষ্ঠান।
এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. মুহাম্মদ দেলোয়ার হোসাইন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান মাসুদুর রহমান মামুন, এসিআই ফার্মাসিউটিক্যালসের প্রোডাকসন ও পিডির জেনারেল ম্যানেজার আলতাফ হোসাইন, গ্লোব ফার্মার প্রোডাকসন ম্যানেজার খাইরুল মামুন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এসিস্টেন্ট ম্যানেজার (সাপ্লাই চেইন) সাবিনা ইয়াসমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান এস এম মোয়াজ্জেম হোসেন, ইউইএসটিসির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান আব্দুল মোতালেব।
রিইউনিয়নের সহযোগিতায় ছিল এলবিয়ন ফার্মাসিউটিক্যালস, চট্টগ্রাম হেলথ পয়েন্ট হাসপাতাল ও একাডেমিয়া।