‘মাতৃভাষার মর্যাদা সবার আগে’

মাতৃভাষার মর্যাদা সবার আগে। বাংলা শুধু বাংলার মাতৃভাষা নয়, এই ভাষা বিশ্বের চতুর্থ সর্বাধিক প্রচলিত ভাষা। অমর একুশে স্মরণে ২১নং জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এই মন্তব্য করেন।

- Advertisement -

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লিচুবাগান এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে সভাপতি আরো বলেন, ২১ মানে মাথা নত না করা। আমরা বাংলাকে উচ্চমর্যাদায় আসীন ও একুশের চেতনাকে লালন করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লিগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মোহাম্মদ হাসনি, মহানগর আওয়ামী লীগ নেতা প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষাণ, রাশেদুল আলম রাশেদ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মো. সাহাব উদ্দিন, আতাউর রহমান বরকত, মো. সৈয়দুল আলম, কাজী বখতেয়ার উদ্দিন, নবুয়াত আরা সিদ্দিকা রকি, বাবুল দেব রায়, মৃদুল কুমার দাশ, রঞ্জন কুমার দাশ, সৈয়দা শাহানারা বেগম, সাধন মুহুরী, স্বপন চৌধুরী খোকা, কাঞ্চন চৌধুরী, সুরঞ্জিত দাশ ছোটন, সাইদুল হক, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, ইকবাল আহম্মদ, সিজার বড়–য়া, হাবিব খান, এস এম নাজিম আজাদ, ছাত্রলীগ নেতা বিকাশ দাশ, আরাফাত জাহেদ অনিক।

- Advertisement -islamibank

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সিমলি দাশ ও তার দল, লুপর্ণা মুৎসুদ্দী, আবু হানিফ চৌধুরী, মো. ইমরান, রুবেল চক্রবর্তী ও সমির পাল। কবিতা আবৃত্তি করেন নিলয় চক্রবর্তী, কবি জান্নাতুল ফেরদৌস সোনিয়া।

জয়নিউজ/হিমেল/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM