ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে ভিয়েতনামের পথে কিম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে অংশ নেওয়ার জন্যে ভিয়েতনামের উদ্দেশে উত্তর কোরিয়া থেকে ট্রেনে করে পাড়ি দিয়েছেন কিম জং উন।

- Advertisement -

শনিবার ( ২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯ টায় চীনের সীমান্তবর্তী শহর ড্যানডংয়ে পৌঁছেছেন তিনি।

- Advertisement -google news follower

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বুধ ও বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে কিমের দু’দিনব্যাপী দ্বিতীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে এই দুই নেতা সিঙ্গাপুরে প্রথমবারের মতো বৈঠকে অংশ নেন।

বিশ্বের সবার নজর এখন তাদের এই দ্বিতীয় বৈঠকের উপর। কোরীয় দ্বীপে পরমাণু নিরস্ত্রিকরণের বিষয়ে কোন উন্নতি ঘটে কিনা সে বিষয়ে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন সবাই।

- Advertisement -islamibank

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে কিমের উত্তর কোরিয়া থেকে ভিয়েতনামের উদ্দেশে রওনা দেয়ার খবর নিশ্চিত করা হয়েছে। প্রথমবারের মতো নিশ্চিত করা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কিমের বৈঠক হতে যাচ্ছে। কিমের এই সফরে সঙ্গে থাকছেন তার বোন কিম ইয়ো জং এবং কিমের অন্যতম প্রধান আলোচক সাবেক জেনারেল কিম ইয়ং চোল।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM