দুবাইয়ের একটি হোটেলে ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি বলিউড অভিনেত্রী শ্রীদেবী মৃত্যুবরণ করেন। ধর্মীয় রীতিতে শ্রীদেবীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছে তার পরিবার।
এ উপলক্ষে চেন্নাইয়ে শ্রীদেবীর বাড়িতে এক বিশেষ পূজার আয়োজন করেছিলেন বনি কাপুর। সে সময় শ্রীদেবীর কল্যাণে মহৎ উদ্যোগের এক ঘোষণা দিয়েছেন তিনি।
ঘোষণায় শ্রীদেবীর শাড়ি নিলামে তুলেছেন তিনি। তিনি বলেন, বিক্রিত অর্থ মানবকল্যাণে ব্যয় হবে। নিলামে শাড়ি বিক্রি করে মোট যে টাকা আয় হবে তা একটি দাতব্য প্রতিষ্ঠানকে দেওয়া হবে। এরপর নারী, শিশু, সুবিধাবঞ্চিত ও বয়স্কদের সুবিধা দিতে এই অর্থ ব্যয় হবে।
ইতোমধ্যে শ্রীদেবীর একটি শাড়ির দাম ৪০ হাজার থেকে শুরু হয়ে ১ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত উঠেছে।