চট্টগ্রাম ও দেশের অন্য তিন সমুদ্রবন্দর- কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে বজ্রমেঘের ঘণঘটা বৃদ্ধির কারণে এই সতর্কসংকেত দেখাতে বলা হয়।
আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক আবহাওয়া বার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
একইসঙ্গে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।