এলজিআরডি মন্ত্রীকে নগরপিতার অভ্যর্থনা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলামকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

শুক্রবার (১ মার্চ) দুপুর ১২টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছেন মন্ত্রী তাজুল ইসলাম। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিটি মেয়র।

- Advertisement -google news follower

এসময় চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার (২ মার্চ) সকাল ১১টায় সার্কিট হাউজে নগরের জলাবদ্ধতা নিরসন ও চলমান উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে এক মতবিনিময় সভায় যোগ দেবেন মন্ত্রী তাজুল ইসলাম।

- Advertisement -islamibank

এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভায় বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান সভাপতিত্ব করবেন। এছাড়া ওই সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

জয়নিউজ/কাউছার/পলাশ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM