চকবাজারে মেয়র খোকনের নেতৃত্বে ফের উচ্ছেদ অভিযান শুরু

এক ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে পুরান ঢাকার চকবাজারের রাসায়নিক গুদাম উচ্ছেদ অভিযান।

- Advertisement -

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন শনিবার (২ মার্চ) দুপুর আড়াইটার দিকে বকশি বাজারের জয়নাগ রোডে কেমিক্যাল গুদামে উচ্ছেদ অভিযান শুরু করে।

- Advertisement -google news follower

এর আগে রাজধানীর বকশি বাজারে ব্যবসায়ী ও স্থানীয়দের বাধার মুখে অভিযান স্থগিত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন টাস্কফোর্স। পরে অভিযান স্থগিতের সংবাদ শুনে সেখানে হাজির হন মেয়র।

এ বিষয়ে চকবাজার থানা পুলিশ জয়নিউজকে বলেন, শনিবার জয়নাগ রোডের একটি আবাসিক ভবনে কেমিক্যালের গুদাম খুঁজে পায় সিটি করপোরেশনের একটি দল। পরে ভবনটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় গুদাম মালিক ও বাড়ির মালিকরা বাধা দিলে অভিযান স্থগিত করতে বাধ্য হয় টাস্কফোর্স।

- Advertisement -islamibank

এদিকে অভিযান স্থগিতের সংবাদ শুনে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন করেন।

এসময় তিনি বলেন, একদল অসাধু ব্যবসায়ী অভিযানে বাধা দিয়েছে। আমি দুপুর ২টায় ঘটনাস্থলে যাব। আমার সামনে অভিযান চলবে। দেখি কে অভিযানে বাধা দেয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জয়নিউজ/অভিজিত/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM