হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

হাটহাজারীতে সরকারহাট বাজারে প্রশাসনের একটি যৌথ দলের অভিযানে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা।

- Advertisement -

রোববার (৩ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন।

- Advertisement -google news follower

এসময় উচ্ছেদ অভিযানে সড়ক বিভাগের ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম ও সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৌম্য তালুকদার উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মুঠোফোনে জয়নিউজকে বলেন, বিষয়টি জেলা প্রশাসনের সভায় আলোচনা হওয়ার পর অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে। তাই জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

- Advertisement -islamibank

এতে প্রায় ৫০ কোটি টাকার মূল্যের সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

জয়নিউজ/আবুতালেব/বিশু

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM