জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই। তার বয়স হয়েছিল ৮০ বছর।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
১৯৩৮ সালে ঘানায় জন্ম নেওয়া কফি আনান জাতিসংঘের সপ্তম মহাসচিব ছিলেন। ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি। মানবাধিকার কর্মী হিসেবে জাতিসংঘে যোগ দিয়ে তিনিই প্রথম সংস্থাটির শীর্ষপদে আসীন হয়েছিলেন।
মানবিক কর্মকা-ের জন্য শান্তিতে নোবেল পুরস্কারজয়ী কফি আনান মিয়ানমারের রোহিঙ্গা সংকটের সমাধান নিয়েও কাজ করছিলেন।
২০০৭ সালে মানবাধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক নেতাদের গ্রুপ দ্য এলডারস প্রতিষ্ঠা হলে এর সদস্য হন কফি আনান। ২০১৩ সালে ওই গ্রুপের চেয়ারম্যান হন তিনি।
জাতিসংঘ অভিবাসন সংস্থা টুইটারে লিখেছে, আজ আমরা এক মহৎ প্রাণ নেতা ও স্বপ্নদর্শী মানুষ জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে হারানোয় শোকাচ্ছন্ন।
আনানের দুইজন ঘনিষ্ঠ সহকারী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সুইজারল্যান্ডের বার্ন শহরের একটি হাসপাতালে শনিবার (১৮ আগস্ট) প্রথম প্রহরে মারা যান তিনি। তবে তার মৃত্যুর কারণ এখনও ঘোষণা করা হয়নি।
জয়নিউজ/আরসি