শনিবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে লাল-সবুজ জার্সিধারী কিশোরীরা শিরোপা ধরে রাখার শেষ যুদ্ধে মাঠে নামছে ভারতের বিরুদ্ধে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অনূর্ধ্ব-১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের দুই জায়ান্ট।
যেখানে শুরুটা হয়েছিল পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়ে। নেপালকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর সেমিফাইনালে ভুটানতে ৫-০ গোলে উড়িয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশের কিশোরীরা । এমন ঝড়ের গতিতে এগিয়ে আসা দলটির সামনে ভারতও উড়ে যাবে, সেই আশা করাই যায়।
সন্ধ্যা ৭টায় প্রচারিত হওয়া খেলাটি দেখতে এখানে ক্লিক করুন…