দোলেশ্বরকে হারিয়ে চ্যাম্পিয়ন শেখ জামাল

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে প্রাইম দোলেশ্বরকে ২৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন নুরুল হাসান সোহানের শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শেখ জামালের করা ১৫৭ রানের জবাবে প্রাইম দোলেশ্বর থেমে গেছে ১৩৩ রানে।

- Advertisement -

সোমবার (৪ মার্চ) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে শেখ জামাল।

- Advertisement -google news follower

৪৪ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেন তান্না। অধিনায়ক নুরুল হাসান সোহান নিজেই ২৭ বলে খেলেন ৩৩ রানের ইনিংস। তানবির হায়দার শেষ মুহূর্তে ১৫ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় তোলেন ৩১ রানের ঝড়। তাতেই একটা লড়াকু স্কোরে গিয়ে পৌঁছায় শেখ জামালেল ইনিংস।

জবাব দিতে নেমে প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি। ২০ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ফরহাদ রেজা। ২৩ বলে ৩৩ রান করে ইনজুরির শিকার হয়ে মাঠ ছাড়েন ওপেনার মোহাম্মদ আরাফাত। ২৬ রান করেন সাইফ হাসান। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

- Advertisement -islamibank

শেখ জামালের হয়ে শহীদুল ইসলাম ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৪ উইকেট।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM