মোদি পাকিস্তানের পোস্টার বয় : রাহুল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আক্রমণের জবাব দিলেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা এবং বালাকোটের ঘটনার পর জাতীয়তাবাদকে তুঙ্গে নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী।

- Advertisement -

বিরোধীরা প্রশ্ন তুললেই তিনি বলছেন যে, বিরোধীরা পাকিস্তানের সুরে কথা বলছে। তাদেরকে পাকিস্তানের ‘পোস্টার বয়’ বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু মোদিকেই পাকিস্তানের ‘পোস্টার বয়’ বলে পাল্টা জবাব দিলেন রাহুল।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (৭ মার্চ) বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন রাহুল। দলের নেতাদেরও তিনি বলেছেন, যুদ্ধবিরতি অনেক হয়েছে। পুলওয়ামার পর কংগ্রেস চুপ থেকেছে, কিন্তু প্রধানমন্ত্রী এক নিমেষের জন্য রাজনীতি ছাড়েননি। পুরানো বিষয়গুলো ফিরিয়ে এনে মোদিকে কাঠগড়ায় দাঁড় করানোর সময় এসেছে।

রাহুলের এমন মন্তব্যে অরুণ জেটলি বলেছেন, দেশের নিরাপত্তা থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই ভুয়া অভিযোগ করছেন কংগ্রেস সভাপতি। এতে পাকিস্তানে তারা টিআরপি পাচ্ছেন। কিন্তু দেশে তাদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM