ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ শতায়েহকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ জানান, ফাতাহ পার্টির কেন্দ্রীয় কমিটির এ সদস্যকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা হিসেবে ফাতাহ পার্টির ৬১ বছর বয়সী সদস্য শতায়েহকে নিয়োগ দিলেন মাহমুদ আব্বাস।
ফিলিস্তিনের রাজনৈতিক প্রেক্ষাপটে আধিপত্য বিস্তারকারী দু’টি দলের ভালো সম্পর্কের সময় পূর্ববর্তী সরকার গঠিত হয়েছিল। নতুন প্রশাসনে ফাতাহপন্থিদের আধিপত্য থাকতে পারে। যদিও এতে অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকবে।